আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটকম ॥
ভোলার মেঘনার অভয়াশ্রমের তজুমদ্দিনে কোষ্টগার্ড অভিযান চালিয়ে একটি ট্রলারসহ দৌলতখানের ১৯ জেলেকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়েছে।
তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ জানান, বৃহস্পতিবার রাতে কোষ্টগার্ডের টহলের সময় তজুমদ্দিনের মেঘনার অভয়াশ্রম থেকে দৌলতখান উপজেলার ১৯জন জেলেকে একটি ট্রলার, জাল ও মাছ ধরার সরঞ্জামাদিসহ আটক করা হয়। আকটকৃতরা হলো, শাহ আলম, ইব্রাহিম, আমির, সুমন, হান্নান, ইসমাইল, নুর আলম, ফারুক, কামাল, ফারুক, সিরাজ, মোঃ হোসেন, জসিম, ইসমাইল, হারুন, মজিবর, জাহাঙ্গীর, নুরুল ইসলাম ও ছালাউদ্দিন। তাদের বাড়ি দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে। থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশ্রাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। টাকা পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।