ভেদুরিয়া সেই আনসার হাওলাদারের নেতৃত্বে মাদ্রাসার সভাপতির উপর হামলা

0
291

স্টাফ রিপোর্টার।। ভোলার ভেদুরিয়া ইউনিয়নের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া সেই আনসার আলীর বিরুদ্ধে ঐ সময় মিডিয়ার সামনে কথা বলার জের ধরে মাদ্রাসার সভাপতি লোকমান হাওলাদারের কে পিটিয়ে আহত করেছে আনসার হাওলাদারে ছেলে ও জামাইরা। রবিবার বিকালে উত্তর চর ভেদুরিয়া ৪নং ওয়ার্ডে আমানউল্লাহ দোকানের সামনে এই ঘটনা ঘটে ।
আহত লোকমান হোসেন ঐ ওয়ার্ডের মৃত কাঞ্চন হাওলাদারের ছেলে। বর্তমানে আহত লোকমান ভোলা সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন লোকমান হোসেন বলেন, আমাদের এলাকার মাদ্রাসার আমি সভাপতি এবং মসজিদের সম্পাদক আমার চাচা কিন্তু আমার আরেক চাচা আনসার হাওলাদার কয়েকদিন আগে মসজিদের ইমাম সাহেব কে লাঞ্ছিত করে বের করে দেয় এবং মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে স্থানীয় মুসুল্লিদের সাথে নিয়ে প্রতিবাদ করেছি এবং বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে ভেদুরিয়ার চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই মাষ্টারসহ গণ্যমান্য ব্যক্তিরা পরিষদে বসে ফয়সালা করে দিলে সেখানে আনসার আলী হেরে গিয়ে ঐ ক্ষোভে আজ আনসার আলীর ছেলে আলাউদ্দিন, মাকছুদ, জামাই মোছলেউদ্দিনসহ ৮/১০জনে আমাকে হঠাৎ আটক করে মারধর করে আমাকে অজ্ঞান করে সাথে থাকা নগদ টাকা, মোবাইল, চেইন নিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম বলেন, আমি শুনেছি মারামারি হয়েছে।
এই বিষয়ে ভোলা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে লোকমানের স্বজনরা।

LEAVE A REPLY