ভোলা শ্রমজীবি শিশুর সুরক্ষা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

0
233

ভোলা নিউজ২৪ডটকম  রিপোর্ট ॥ভোলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও শ্রমজীবি শিশুর পরিবারের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) সকালে ভোলা পৌরসভার হলরুমে “শিশু সুরক্ষা কমিটি আভাস” আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির।


ওবায়েদুল হক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও শিশু সুরক্ষা কমিটি আভাসের আহ্বায়ক জিন্নাত রেহানার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর উদ্দিন আহমেদ, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক মোসাঃ চামেলি বেগম, ভোলা পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোঃ মনজুরুল আলম, কাউন্সিলর সালাউদ্দিন লিংকন, মোঃ আতিকুল ইসলাম আতিক, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মোঃ ফোরকান হোসেন, বিডার নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেন লিটন প্রমুখ। এসময় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমাদের দেশে এখনও দারিদ্রতার কারণে শিশুদেরকে বিভিন্ন কলকারখানা, হোটেল-রেস্তোরায় কাজ করছে। এসব শিশুদেরকে যদি চিহ্নিত করে শিক্ষামূখী করা যা তাহলে তাদের জীবন বদলে যেতে পারে। আমরা সবাই যদি যার যার যায়গা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে এসব শিশুদেরকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। এ জন্য সমাজের জনপ্রতিনিধি, বিত্তবানদের ভূমিকা অপরিসীম।

LEAVE A REPLY