তজুমদ্দিনে ১৫মন ঝাটকা ইলিশ ও কারেন্ট জাল জব্দ

0
251

তজুমদ্দিন প্রতিনিধি ।।  ভোলার তজুমদ্দিনে মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌর্থ অভিযানে প্রচুর পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ১৫মন ঝাটকা ইলিশমাছ আটক করেছে। পরে আটককৃত জাল আগুণে পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ হাফিজিয়া মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
মৎস্য অফিস ও কোষ্টগার্ড সুত্রে জানা যায়, ঝাটকা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার দিনভর মেঘনার বিভিন্ন এলাকায় মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন ও কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম যৌর্থ অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদী থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেন । এছাড়া চর জহিরউদ্দিনের বরিশালখাল এলাকায় অভিযান চালিয়ে ১৫ মন ঝাটকা ইলিশ আটক করেন। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলামের উপস্থিতিতে জাল আগুণে পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ হাফিজিয়া মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন, কোষ্টগার্ড কমান্ডার মোঃ আব্দুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY