বরিশালে অনলাইনে অর্ডার করলেন বার্গার পেলেন ভাপা পিঠা

0
668

ভোলা নিউজ২৪ডটনেট।। অনলাইন এখন একটি জনপ্রিয় জায়গা নতুন প্রজন্মের কাছে। যেখানে ঘরে বসে হাতের নাগালে সবকিছু পাওয়া যায়। ঘরে বসেই অর্ডার করলে কম দামে বিভিন্ন খাবার ঘরে পৌঁছে দিচ্ছে বিভিন্ন বড় বড় খাবারের দোকান বিভিন্ন প্রতিষ্ঠানগুলো।

সেই জনপ্রিয় মাধ্যম ফুডপান্ডা বরিশালে অনলাইনে অর্ডার করে পেলেন ভাপা পিঠা। এমন ঘটনাটি ঘটেছে বরিশালের হাটখোলায়। ভুক্তভোগী তানভীর খান জানান তিনি বার্গারের ডিসকাউন্ট দেখে অনলাইনে একটি অর্ডার করেন। তার কিছুক্ষণ পরে রাইডার তার কাছে এসে ফোন করে অর্ডার পৌঁছে দেন প্যাকেট খুলতেই তিনি দেখলেন বার্গারের জায়গায় একটি ছোট্ট ভাপা পিঠা।

তিনি বিরক্ত হয়ে বরিশালের একটি জনপ্রিয় ফেইসবুক পেইজ ফুড ব্লগার নামে একাউন্টে রাইডারের নাম্বার ও খাবার প্রতিষ্ঠানের নাম ভাপা পিঠা সহ একটি লেখা ছবি পোস্ট করেন। সেখান থেকেই ঘটনাটি ভাইরাল হয়ে যায়।

সবাই রাইডারকে ফোন করতে থাকে।একপর্যায়ে রাইডার ফোন বন্ধ করে রাখেন। নানান ধরনের হাস্যকর ও মানুষের তিক্ত অভিজ্ঞতা কমেন্টে ভেসে ওঠেন।

LEAVE A REPLY