ভোলা সরকারি কলেজে ভুগোল বিভাগে নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাশ অনুষ্ঠিত

ভোলা সরকারি কলেজে ভুগোল বিভাগে নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাশ অনুষ্ঠিত

0
294

স্টাফ রিপোর্টার ।। ভোলা সরকারি কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ সেশনের বিএসসি(অনার্স) ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ফ্রেসার রিসিফসন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শ্রেণী কক্ষে বিভাগীয় প্রধান মোসা: মেহবুবা আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ উল্লাহ (স্বপন), হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলহাজ্ব জামাল হোসেন। নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহাবুব আলম,প্রভাষক মো: এমরান হোসেন। ভূগোল বিভাগের সাবেক শিক্ষার্থী মো:মইনুল এহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসেন কিরণ, সেচ্ছাসেবি সংগঠন বাধনের উপদেষ্টা হারুন মন্ডল,ভূগোল বিভাগের মাস্টার্স বর্ষের শিক্ষার্থী মো: রাকিব, মো: নুরউদ্দিন , অনার্স ৪র্থ বষের শিক্ষার্থী মো:হোসেন, ৩য় বর্ষের শিক্ষার্থী মো: আল আমিন,মো: রাকিব হোসেন, ২য় বর্ষের শিক্ষার্থী মো: ইসমাইল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২য় বর্ষের শিক্ষার্থী মো: ইসমাইল। গিতা থেকে পাঠ করেন মাস্টার্স বর্ষের শিক্ষার্থী গবিন্দ পাল। নতুন শিক্ষার্থীদের মাঝ থেকে অনুভুতি ব্যক্ত করেন নবীন শিক্ষার্থী মো: সবুজ। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। এ দিকে নতুন ক্লাস উপলক্ষে ভোলা সরকারী কলেজের অনন্য বিভাগের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাশ অনুষ্ঠিত হয়।

NO COMMENTS

LEAVE A REPLY