বিশেষ প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট।।ভোলার চরফ্যাশনে ওসমানগঞ্জ ইউনিয়নের তালুকপাটওয়ারির হাটে জমিজমাকে কেন্দ্র করে স্কুল শিক্ষিকার উপর মধ্যযুগিয় কায়দায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের হামলায় ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, মনছুর আহমেদের স্ত্রী স্কুল শিক্ষিকা রিনা আকতার (২৬) ও কাসেম মাস্টারের স্ত্রী মোসাম্মদ বিলকিছ। স্কুল শিক্ষিকা রিনা আকতার অভিযোগ করে বলেন, রোববার (২৫আগস্ট) সন্ধ্যা ৭টায় তালুক পাটওায়ারি বাড়ির দরজায় প্রতিপক্ষ মফিজুল মিজি ও তার স্ত্রী ফুলজান বিবি, আরজু এবং সাইদুলসহ আরোও ২-৩জন মিলে আমাদেরকে চুলের মুঠি ধরে মধ্য যুগিয় কায়দায় লাঠিসোটা দিয়ে এলোপাথারি মারধর করে আহত করে এসময় স্থানিয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে স্কুল শিক্ষিকা রিনা আকতারের চাচাতো ভাই মোঃ জিসাদ বলেন, প্রতিপক্ষরা আর আমরা একই বাড়িতে বসবাস করি তারা পূর্বে জোর জবরদস্তি করে আমাদের বসতঘরের সিমানা বরাবর অতিক্রম করে ঘর উত্তলন করে এ বিষয়ে স্থানিয়ভাবে শলিশ মিমাংসা না মানিয়া ঘরের চালা (কাঞ্চি) আমাদের জায়গায় দিলে বর্ষার পানি আমাদের ঘর ও জায়গায় পরে এতে আমরা বিব্রত হই এবং এ বিষয়ে আমার মা সুরমা বেগম প্রতিপক্ষ মফিজুলদের সাথে কথা বলতে গেলে তাদের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তারা আমার মাকে বেদমভাবে মারধর করে আমার চাচাতো বোন রিনা আকতার মারারি থামাতে গেলে তারা রিনাকেও চুল ধরে প্রচুর মারধর করে এতে আমার মা ও বোনের হাত পা ,মাথা ও পিঠে লাঠিসোটার আঘাতে রক্তাক্ত হয়। এ ঘটনার অভিযোগ প্রতিপক্ষ মফিজুল মিজি অস্বিকার করে বাদি পক্ষকে দোষারোপ করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার সাথেসাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। কেউই আইনের ঊর্দ্ধে নয় ঘটনা তদন্তে যে দোষি তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।