সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট।।ভোলার চরফ্যাশনে বাংলাদেশ ফ্রেশার জেনারেশন (বিএফজি)’র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকাল ১০টায় চরফ্যাশন উপজেলা,পৌরসভা ও চরফ্যাশন থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বনজ,ফলজ ও ঔষধি গাছ লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিনিধি ও উপজেলা জলবায়ু ফোরামের সহ-সভাপতি এম আবু সিদ্দিক, উপজেলা নির্বাহী অফিস সহকারি রেজাউল করিম,বাংলাদেশ ফ্রেশার জেনারেশনের প্রতিষ্ঠাতা তৌকিদ হাসান সহ-প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ, দৈনিক খবর পত্রের উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক অশোক সাহা, উপজেলা যুব জলবায়ু নেটওয়ার্কের সদস্য সাইফুল ইসলাম রুবেল ও আজকের ভোলার উপজেলা প্রতিনিধি সোহেব চৌধুরী প্রমুখ। এসময় চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, গাছ মানুষের বন্ধু বর্তমানে যে হারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমাদের পরিবেশ হুমকির মুখে পড়েছে সে হিসেবে বাংলাদেশ ফ্রেশার জেনারেশন কর্তৃক স্বেচ্ছায় গাছ লাগানো এটা ভালো উদ্যোগ এজন্য বাংলাদেশ ফ্রেশার জেনারেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই যাতে করে আপনাদের দেখে বর্তমান তরুন সমাজ এভাবেই বৃক্ষরোপণ করে আমাদের এ দেশটাকে একটি সবুজ সুন্দর রাষ্ট্র গঠন করতে পারে। পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ বলেন, তরুন প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি ফ্রেশার জেনারেশনের মতো গাছ লাগিয়ে নতুন প্রজন্মকে উৎসাহ ও প্রেরণা যোগাতে হবে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, একটি দেশের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন যার তুলনায় আমাদের দেশে সামান্ন বনভূমি আর তাই বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের উচিত গাছ লাগিয়ে পরিবেশ বাচানো। বিএফজি’র প্রতিষ্ঠাতা তৌকিদ হাসান বলেন, দ্বীপজেলা ভোলার চারপাশে রয়েছে নদী,ঝর বন্যার সময় যেন এ উপকূলিয় এলাকায় গাছ উপকারে আসে, গাছ বন্যাকবলিত এলাকার জন্য একটি প্রয়োজনিয় উপাদান। বর্তমানে গাছ লাগানোর মানুষ খুজে পাওয়া দুষ্কর কিন্তু গাছ কাটার মানুষের অভাব নেই। বিশেষজ্ঞরা মনে করেন একটি গাছ কাটলে ১০টি গাছ লাগানো উচিত। আমরা আমাদের সংগঠন থেকে প্রতিটি বাড়িতে গাছ লাগাতে পারিনি কিন্তু আমরা ভোলা জেলার ৫০টির অধিক প্রতিষ্ঠানে গাছ লাগানোর পাশাপশি অন্তত ২০হাজারের অধিক শিক্ষার্থীদের গাছ লাগানোর সফত করিয়েছি। এসময় সহ-প্রতিষ্ঠাতা আবদুল আজিজসহ অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য রাখেন এম আবু সিদ্দিক অশোক সাহা,সোহেব চৌধুরী ও সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।