চরফ্যাশনে ঈদ পরবর্তী ডেঙ্গু আক্রান্ত ১৫ নেই ডেঙ্গু ওয়ার্ড

0
227

সোহেব চৌধুরী,ভোলা নিউজ২৪ডটনেট।। চরফ্যাশনে ঈদুল আযহা পরবর্তী ক্রমেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেরেই চলছে। সোমবার (১৯ আগস্ট) বিকাল পর্যন্ত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এরা হলেন, চরফ্যাশন কুলসুমবাগের মোঃ সবুজের মেয়ে সুইটি (১১) পৌরসভা ২নং ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে আঃ রসিদ(৫৫) আমিনাবাদ ইউনিয়নের জহিরুল ইসলাসের মেয়ে রিতু(১০) সুজনের ছেলে মোঃ হোসেন (১২) পৌরসভা ৮নং ওয়ার্ডের আঃ গনির ছেলে মোঃ আকতার হোসেন(২৩) আঃ মোতালেবের ছেলে মোঃ মিজান(২২) শশিভূষন ইউনিয়নের আঃ মন্নানের ছেলে মোঃ সোহেল(২৫) আহাম্মদপুর ইউনিয়নের সবুজের স্ত্রী শারমিন, আসলামপুর ইউনিয়নের আঃ মন্নানের ছেলে ওলিউল্লাহ(১৮) আবুবকরপুর ইউনিয়নের শানুর ছেলে মোঃ নাইম(১২) চেয়ারম্যানবাজারের দিল মোহাম্মদের ছেলে মোঃ আরিফ। এদের মধ্যে ৩জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। ভোলা জেলায় ডেঙ্গুজ্বরের সংক্রামক ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি” বলেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিরাজ উদ্দিন তিনি আরোও বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রচারণা ও সচেতনতামূলক সভা ব্যানার পেস্টুন লাগিয়ে চলছে সচেতনতা। রোগীদেও বিষয়ে তিনি বলেন, কিছু রোগীর এলাকাতে জ্বর উঠেছে আবার কিছু রোগী ঢাকা থেকেই জ্বর নিয়ে এসেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জনের মাধ্যমে পর্যাপ্ত ডেঙ্গু জ্বর পরিক্ষানিরিক্ষার জন্য ডিভাইস ও ঔষধ আনা হয়েছে। হাসপাতালের অফিস চলাকালিন সময়ে ফ্রিতে ডেঙ্গু জ্বর সনাক্তকরন করা হয়। রোগীদের স্বজনরা বলছেন, এসব রোগীর ফ্রিতে দায়সারা চিকিৎসা ব্যাবস্থা হলেও দেওয়া হচ্ছেনা সরকারি মশারি ও ডেঙ্গু রোগীদের জন্য নেই কোনো আলাদা ওয়ার্ড হজবরল অবস্থায় সাধারণ রোগীদের সাথেই রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের।

LEAVE A REPLY