লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় চাচা আহত হয়েছে। গুরুতর অবস্থায় চাচা আবু তাহের (৫৫) কে লালমোহন উপজেলা স্বাস্থ কম্পেলেক্সে ভর্তি করা হলেও অবস্থার উন্নতি না হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। গত ২২ জুলাই ( সোমবার ) ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুন্সির হাওলা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে ।
স্থানীয় সুত্রে যানা যায় , লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুন্সির হাওলা গ্রামের ভুইয়া বাড়ির বাসিন্দা আসরাফ আলি ভুইয়া(৮৫) ৭ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক। পিতা আশরাফ আলির সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন ধরেই বড় ছেলে সৈয়দ আহমদ , আবুল কালাম ,আবদুল করিম, শাহে আলমের সাথে বিরোধ চলছে।এই চার ছেলেকে ভোগদখল করার জন্য কয়েক বছর আগে নিজ বাড়ির কাছে প্রায় ১একর জমি প্রদান করে পিতা আসরাফ আলি ভুইয়া।এর পরেও তারা সন্তুষ্ট না হয়ে পিতার বাকি সম্পত্তি দখলের জন্য বিভিন্ন সময়ে পায়তারা করে আসছিল। এই নিয়ে পিতা আশরাফ আলি বাদি হয়ে কয়েক মাস আগে ২টি মামলা দায়ের করে। গত ২২ জুলাই (সোমবার) সকাল ৯টার দিকে আসরাফ আলি ভুইয়া তার বাড়ি সংলগ্ন জমিতে চাষের উদ্যেশ্যে আগাছা পরিষ্কার করছিল।এ সময় বড় ছেলে সৈয়দ আহমদ এসে পিতা আশরাফ আলিকে গালাগালি করে এবং মারধর করার চেষ্টা করে। এসময় ছোট ভাই আবু তাহের সহ স্থানীয়রা এসে বড় ভাই সৈয়দ আহমদ কে বাধা দেয়। পরে সকাল দশটার দিকে আবু তাহের নিজ প্রয়োজনিয় কাজে স্থানীয় আবু গঞ্জ বাজরে রওয়ানা করলে পথে হাজি সলেমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামলে পৌছলে সকালের ঘটনার জের ধরে সৈয়দ আহমদের ছেলে হেলাল(২৭),লিটন(২৫) , রিপন(২২) ও সৈয়দ আহমদ মিলে দা ,লাঠি সোঠা ও দেশিয় অ¯্রনিয়ে আবু তাহেরের উপরে হামলা চালায় এবং এলোপাথারি ভাবে মারধর করে । পরে স্থানীয়রা এসে আবু তাহের কে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ কম্পেলেক্সে ভর্তি করে।
বিষয়টি নিয়ে মামলার পস্তুতি চলছে জানা গেছে । এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি ।