আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরতে হলো লিটনকে

0
216

ভোলা নিউজ২৪ডটনে।। সাউদাম্পটনের রোজ বোলে বিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই ওপেনিং কম্বিনেশন নিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ।

বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন গড়তে আজ তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকারের পরিবর্তে লিটন দাসকে দিয়ে ইনিংসের উদ্বোধন করিয়েছিলেন টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে ব্যক্তিগত ১৬ রানে থার্ড আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে বিদায় নিতে হয়েছে লিটন দাসকে।

ইনিংসের পঞ্চম ওভারে মুজিব উর রহমানের একটি বলে শর্ট কভারে হাশমতউল্লাহ শাহিদীর হাতে ধরা পড়ে গিয়েছিলেন লিটন। আফগান ফিল্ডাররা উল্লাসে মেতে উঠলেও ক্রিজে দাঁড়িয়েই ছিলেন তিনি। ফিল্ড আম্পায়াররাও দোটানায় থাকায় সফট সিগনাল আউট দেখিয়ে থার্ড আম্পায়ার আলিম দারের কাছে ডিসিশন রিভিউ করতে পাঠান।

তবে রিভিউয়ে দেখা যায়, বল শাহিদীর হাতে জমা পড়ার আগে মাটি স্পর্শ করেছে, যদিও স্পষ্ট সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন ছিল। তবে এ ধরণের পরিস্থিতিতে সিদ্ধান্ত সাধারণত ব্যাটসম্যানদের পক্ষেই যাওয়ার কথা। এর আগে বাংলাদেশের বিপক্ষেও এমন অনেক সিদ্ধান্তে সুবিধা পেয়ছেন বায়টসম্যানরা।

তবে সব ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে লিটনকে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। ইএসপিএন ক্রিকইনফোর ধারাভাষ্যকারও বলছে, ‘এই ধরণের সিদ্ধান্ত সাধারণত ব্যাটসম্যানদের পক্ষেই ঘুরে যাওয়ার কথা। নিশ্চয় খুব বড় রকমের বিতর্ক জন্ম দিতে চলছে এই সিদ্ধান্ত।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭৫ রান।

LEAVE A REPLY