স্টাফ রিপোর্টার, ভোলা নিউজ২৪ডটনেট। ।উপকূলকে আরো বেশী আলোকিত করতে উপকূল অঞ্চলের সাংবাদিকদের সক্রিয় ভুমিকা পালন করতে হবে। তাদের কাজের মাধ্যমে উঠে আসবে পিছিয়ে পড়া উপকূলের বিপন্ন জনগোষ্ঠীর সমস্যা, সম্ভাবনা, উন্নয়নসহ নানা দিক। এতে উপকূলের উন্নয়নের পাশাপাশি সেখানকার বাসিন্দাদের জন্য নিরাপদ বসবাসযোগ্য পরিবেশ । একই সাথে উপকুল সাংবাদিকতার প্রসার ঘটাতে উপকূল অঞ্চলের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও সম্মানি বৃদ্ধির দাবীও তোলেন বক্তারা।
শুক্রবার (২২ মার্চ) রাতে ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘উপকূল সাংবাদিকতার সমস্যা ও চ্যালেঞ্জ’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
কোস্টাল জার্নালিস্ট নেটওয়ার্ক এর আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান।
প্রধান আলোচক ছিলেন, কোস্টাল জার্নালিস্ট নেটওয়ার্কের প্রধান সমন্বয়কারী উপকুল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।
উপকূল সাংবাদিক ছোটন সাহার উপস্থাপনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্ব ভ্রমনকন্যা এলিজা বিনতে এলাহী, ভোলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি ও বিডিনিউজ প্রতিনিধি এম আহাদ চৌধুরী তুহিন, ভোলা প্রেসকøাব সাবেক সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সামস উল আলম মিঠু, সময় টিভির প্রতনিধি নাসির লিটন, প্রথম মাছরাঙ্গা টিভি প্রতিনিধি হাসিব রহমান, আলো প্রতিনিধি নেয়ামতউল্ল্যাহ, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, এটিএন বাংলা প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, সারা বছরই উপকূলের মানুষ নানা ঝুঁকিতে বসবাস করেন। বিশেষ করে ঝড়ের মৌসুমে তাদের ঝুঁকি অনেক। বিভিন্ন দুর্যোগে তাদের জীবন বিপন্ন হয়ে পড়ে। সে সব অঞ্চলের সংবাদকর্মীদেরও রয়েছে নানা প্রতিকুলতা। রয়েছে কাজের সমস্যা ও নানা চ্যালেঞ্জ। তাই উপকূল উন্নয়ন বা পরিচিত করতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহ নানা বিষয়ের উন্নয়ন প্রয়োজন। এ ক্ষেত্রে গনমাধ্যম মালিকদেরও ভুমিকা রয়েছে।
রফিকুল ইসলাম মন্টু বলেন, উপকূলের ১৬ জেলার ৭১০ কিলোমিটার এলাকা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সেখানে কাজ করতে গিয়ে সরেজমিন দেখেছি বিপন্ন মানুষের সমস্যা ও নানা সংকট। রয়েছে ব্যাপক উন্নয়নের সম্ভাবনাও। এখানে উপকুল সাংবাদিকদের কাজের অনেক ইস্যু রয়েছে, সেসব ইস্যু নিয়ে নিজ নিজ সংবাদ মাধ্যমে কাজ করার অসংখ্য সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে কোস্টাল জার্নালিষ্ট নেটওয়ার্ক বিভিণœ ধরনের সহায়তা নিয়ে উপকুল অঞ্চলের কর্মরত সাংবাদিকদের পাশে থাকবে।