চরফ্যাশনে নৌকা মার্কায় ভোট চেয়ে কেন্দ্রীয় আ’লীগ নেতা তানিম খানের গনসংযোগ

চরফ্যাশনে নৌকা মার্কায় ভোট চেয়ে কেন্দ্রীয় আ’লীগ নেতা তানিম খানের গনসংযোগ

0
354

ভোলা নিউজ ২৪ ডটনেট।।
ভোলার চরফ্যাশনে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু শাকের তানিম খান। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) চরমানিকা ও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, চরফ্যাশন পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ রাহাত, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ বেলাল, শশীভূষন থানা যুবলীগ নেতা গোলাম কিবরিয়া, রসুলপুর ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সম্পাদক আব্দুর রশীদ, সহসভাপতি হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১০ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আ’লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

NO COMMENTS

LEAVE A REPLY