নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে বিএনপি : প্রধানমন্ত্রী

0
353

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভুয়া ব্যালট পেপারসহ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে বিএনপি।’ তিনি আরো বলেন, ‘একটা জিনিস লক্ষ করবেন, নির্বাচনের স্বাভাবিক প্রচার-প্রচারণায় তারা নেই। কারণ, তারা একটা চক্রান্তে ব্যস্ত, ষড়যন্ত্রে ব্যস্ত।’

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে রাজশাহী, নড়াইল, জয়পুরহাট ও গাইবান্ধায় নির্বাচনী জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সে নড়াইলের জনসভায় শেখ হাসিনা বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে বাণিজ্য করে না। বাণিজ্য করেছে বিএনপি। আজ সে জন্য তাদের ঘরে কোন্দল। এক একটা সিটে তিন-চারজন করে নমিনেশন দিয়েছে। এরপর সেই সিট উনারা অকশনে দিয়েছে।’

শেখ হাসিনা আরো বলেন, ‘নির্বাচনের সময় তারা মুজিব কোট বানাবে, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের ব্যাজ বানাবে এবং ওইভাবে গিয়ে তারা গোলমাল করে আওয়ামী লীগের ওপর বদনাম দেবে এবং  ভোট কারচুপি করবে। একটা জিনিস লক্ষ করবেন, নির্বাচনের স্বাভাবিক প্রচার-প্রচারণায় তারা নেই। কারণ তারা একটা চক্রান্তে ব্যস্ত, ষড়যন্ত্রে ব্যস্ত।’

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সুধাসদনে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।

এর আগে ভিডিও কনফারেন্সে রাজশাহীর জনসভায় জেলার ছয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের কথা শোনেন।

LEAVE A REPLY