“বসন্তের সন্ধানে” লেখকঃ আল ইমরান রাজু

0
423

“বসন্তের সন্ধানে”

লেখকঃ আল ইমরান রাজু

ঋতুতে বসন্ত এসেছিল,

বাগানে অজস্র ফুটেছিল ফুল।

আমি কাথা মুড়ি দিয়ে ছিলাম ঘুমন্ত,
করেছিলাম ভুল।

বাগানের তরুছায়ায় ফুল ঝড়েছিল অনেক,
আমি দেখে ও তুলিনি।

বসন্তের হাওয়া বয়েছিল,
আমি উপভোগ করিনি।

এখন পাতাগুলো ঝরে গেছে,
বসন্ত কেটে গেছে।

আমি আফসোসে মরি,
চুলটেনে ছিড়ি,
করি হা হুতাশ।

ফের আসবে কি বসন্ত?
আমি প্রতিক্ষার প্রহর গুনী,
বাকী ঋতুগুলোতে বসন্ত খুজে ফিরি।

LEAVE A REPLY