স্টাফ রিপোর্টার : ভোলার জনতা বাজারে আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ১০টি দোকান। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে দুইটি মুদি, একটি কাপড়, পাঁচটি ফ্যার্মেসি, একটি মোবাইলের সার্ভিসিং ও একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে।
ভোলার ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুর রশিদ এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টা ৪০ মিনিটে আগুন নেভায়। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।