জাতীয় নির্বাচনে ৬৬ রিটার্নিং অফিসার নিয়োগ

0
295

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসারকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ নিয়োগের তথ্য নিশ্চিত করেন ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

কমিশন কর্তৃক জারীকৃত ওই পরিপত্রে ৬৬ জনের মধ্যে ৬৪ জেলায় দায়িত্বপ্রাপ্ত ৬৪ জন জেলা প্রশাসক এবং দুজন বিভাগীয় কমিশনার রয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা সব নির্বাচনী এলকায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করলেও ঢাকা (১৫টি সংসদীয় আসন) ও চট্টগ্রাম (১০টি সংসদীয় আসন) মেট্রোপলিটন এলাকায় নির্বাচনী আসনগুলোর রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনারদ্বয়।

পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। তবে কিছু কিছু নির্বাচনী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এই দায়িত্ব পালন করবেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY