আবৃত্তি উৎসবে ভোলার কাব্যাঙ্গনের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা

0
324

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। জাতীয় শিশু আবৃত্তি উৎসব ২০১৮ এ অংশ গ্রহণ করেছে ভোলার শিশু সংগঠন কাব্যাঙ্গনের শিল্পীরা মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশন করেছে।

শুক্রবার বিকালে ঢাকা শিশু একাডেমী মিলনায়তনে কাব্যাঙ্গনের শিশু শিল্পীরা অতনু করঞ্জায়ের নির্দেশনা ও পরিচালনায় সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা পরিবেশন করেছে।

বৃহস্পতিবার দুই দিন ব্যাপী এই জাতীয় শিশু আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনিসুল হক। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার বিকালে ভোলার দল কাব্যাঙ্গনের আবৃত্তি শিল্পী সিয়েনা তাসকিয়া পূণ্য, অহর্ষি করঞ্জাই, তানজিলা তাবাসসুম প্রাপ্তি, আগ্নেয়ী চক্রবর্তী মোহর, জাগ্রত বিশ্বাস ওম, সৈয়দ সাদমান শফিক, নওশাবা তাফসীর প্রিয়ন্তী ও প্রণব মহাজন তাদের আবৃত্তি পরিবেশন করেন। প্রায় ১৫ মিনিটের আবৃত্তিটি মুখরিত করে তুলে মিলনায়তন। মনোমুগ্ধকর পরিবেশনায় আচ্ছন্ন করেছিল দর্শকদের যেমনি। তেমনি অতিথি বৃন্দদের। পরে কাব্যাঙ্গণের সাধারণ সম্পাদক জুয়েল মজুমদার কে আয়োজক কর্তৃপক্ষ সনদপত্র তুলে দেন।

LEAVE A REPLY