ভোলায় কিশোরীদের পুষ্টি ও সামাজিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

0
307

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় দুই দিনব্যাপী কিশোরীদের পুষ্টি ও সামাজিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন শেষ  হয়েছে। ইউপিপি উজ্জিবিত কম্পোনেন্টের আওতায় সোমবার পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষনের উদ্ধোধন করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহকারী প্রকল্প সমন্বয়কারী আলাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক বীথি ইসলাম ও সহকারী পরিচালক মোঃ আহসান উল্লাহ। প্রশিক্ষনে বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিব্যাজে ২৫+২৫জন কিশোরী অংশ নেয়।
বক্তারা বলেন, কিশোরীদের বয়ঃসন্ধি কালের সমস্যা, বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সবাইকে সজাক থেকে প্রতিটি এলাকায় কাব গঠনের মাধ্যমে সবাইকে সচেতন করে তুলতে হবে।

LEAVE A REPLY