এইচএসসিতে ভোলা জেলায় এগিয়ে ‘ভোলা সরকারি কলেজ’

0
1583

ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ভোলা সরকারি কলেজ সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ভোলা জেলার মধ্যে ফলাফলে এগিয়ে। এতে পাশের হার ৯৪ দশমিক ৭২। ৩৯৮জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৮জন পরীক্ষা দিয়ে কলেজটিতে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।

ভোলায় এ বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭০ দশমিক ১২। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৫জন। ৮ হাজার ৭৩৯জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ১২৮জন পাশ করেছে।

এছাড়া, জেলার সদর উপজেলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে পাশের হার ৭৪ দশমিক ৬৪। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। ৩৭৮জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৮১জন। একই উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজে পাশের হার শতকরা ৭৭ দশমিক ০৮ ভাগ। কলেজটিতে ৪৮জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৩৭জন। জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজে পাশের হার শতকরা ৯০ ভাগ। আব্দুর রব স্কুল এন্ড কলেজে পাশের হার শতকরা ৫৩ ভাগ। বাংলাবজার ফাতেমা খানম কলেজে পাশের হার ৯২ দশমিক ২৬। জিপিএ-৫ একটি।

৪৭৮জন পরীক্ষার্থীর মধ্যে এ কলেজে পাশ করেছে ৪৪১ জন। চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজে পাশের হার ৯৪ দশমিক ২৩। জিপিএ-৫ পেয়েছে একটি। ৫৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬৪জন পাশ করেছে। চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজে পাশের হার ৮৯ দশমিক ৮৭। জিপিএ-৫ পেয়েছে চারটি। ১৫৮জন পরীক্ষা দিয়ে ১৪২জন পাশ করেছে। উপজেলার চরফ্যাশন সরকারি কলেজের পাশের হার ৭৮ দশমিক ০৩। জিপিএ-৫ পেয়েছে তিনটি। ৭১৯জন পরীক্ষা দিয়ে ৫৬১জন পাশ করেছে। একই উপজেলার জনতা বাজার ডিগ্রি কলেজের পাশের হার ৬১।

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার বলেন, এ বছর সারাদেশে পাশের হারের তুলনায় তুলনামূলক ভোলার ফলাফল ভালো। এর মধ্যে আমাদের কলেজটি এগিয়ে থাকার কারণে আমি খুব আনন্দিত। শিক্ষার্থীরা পরবর্তিতে ফলাফল আরও ভালো করবে আমি আশা করি।

LEAVE A REPLY