ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভালোই খেলছিলেন সৌম্য সরকার আর মুমিনুল হক। শুরুর বিপর্যয় সামলে ওঠার চেষ্টায় ছিলেন। বড় জুটি গড়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের জন্য দুঃখের খবর। লাঞ্চ বিরতির আগেই ফিরে গেলেন সৌম্য। নাথান লিয়নের বলে এলবিডব্লুয়ের ফাঁদে পড়েন তিনি।
তার বিদায়ে ৩ উইকেটে ৭০ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। ৮১ বলে দুটি চার আর একটি ছক্কায় ৩৩ রান করেন সৌম্য। চার নম্বরে ব্যাটিংয়ে নামা মুমিনুল হক অপরাজিত ২৪ রানে।
এর আগে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অজি স্পিনার ন্যাথান লিয়ন তামিমের উইকেট তুলে নেন। তাকে এলবিডব্লুয়ের ফাঁদে ফেলেন তিনি। দশম ওভারের প্রথম বলে ৯ রান করে ফিরে যান তামিম।
তামিমের পর দ্রুতই সাজঘরে ফিরে গেলেন ইমরুল কায়েস। আউট হওয়ার আগে ১১ বলে ৪ রান করেন তিনি। টানা তৃতীয় ইনিংসে ব্যর্থ ইমরুল। ঢাকায় ০ ও ২ রান করার পর চট্টগ্রামেও একই অবস্থা তার।
ন্যাথান লিয়নের বল সুইপ করতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি ইমরুল। এত জোরালো আবেদনে করে অস্ট্রেলিয়া। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় তারা। তাতেই পাল্টায় সিদ্ধান্ত, দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।