চরফ্যাশনে সরকারি চাল জব্দ, তদন্ত কমিটি গঠন  চরফ্যাশন

0
4
চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম।।
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারের একটি চালের আড়ৎ থেকে জেলে পুর্ণবাসনের সরকারির চাল জব্দের পর বিষয়টি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারি কমিশনার মো. আবু আবদুল্লাহ খানকে আহবায়ক এবং মেরিন ফিসারিজ অফিসার মো. সাইদুর রহমান ও সংশ্লিষ্ট ইউনিয়নে চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ইউআরসি ইন্সটাক্টটর মমিনুল ইসলামকে সদস্য করে একমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান রাহুল জানিয়েছেন।
জানাগেছে, ৪আগষ্ট(বুধবার) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের নির্দেশে শশীভূষণ থানা পুলিশ শশীভূষণ বাজারের সবুজ ট্রেডার্স নামক একটি চালের আড়ৎ থেকে ৫শ কেজি (১০বস্তা) জেলে পুর্ণবাসনের সরকারির চাল জব্দ করে শশীভূষণ থানা খাদ্য গুদাম কর্মকর্তা কমল দে’র কাছে হস্তান্তর করেন।
ওই সময় চালের আড়ৎ মালিক জসিম উদ্দিন জানান, তিনি এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জনৈক মঞ্জুর নিকট থেকে ৩৮টাকা কেজি দরে ৫শ কেজি (১০বস্তা) জেলে চাল খরিদ করেছেন।
চাল বিক্রির কথা স্বিকার করে মঞ্জু জানান, তিনি দলীয় স্থানীয় নেতাকর্মী এবং জেলেদের পাওয়া জেলে চালগুলো তাদের কাছ থেকে কিনে জসিমের কাছে বিক্রি করেছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান রাহুল জানান, বিষয়টি তদন্তে সহকারি কমিশনারকে (ভূমি) আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY