ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, করোনা সংকট মোকাবেলায় দক্ষ রাষ্ট্রনায়কের মতো বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় মনোবল নিয়ে প্রতিনিয়ত সার্বিক কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করে চলেছেন।
বৃহস্পতিবার সকালে লালমোহন সাতবাড়িয়া এলাকায় ঈদ উল ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্মিত আবাসনবাসীদের মধ্যে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেন আবাসনের গৃহবাসীদের মাঝে।
এসময় এমপি শাওন আরো বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যেই আসছে আরেকটি ঈদ। লকডাউনে আয় হারানো, দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র, অসহায় মানুষকে মানবিক সহায়তা দেওয়ার পাশপাশি তিনি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
পড়ে এমপি শাওন লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডে পৌর মহিলা লীগ আয়োজিত অসহায় মহিলাদের মাঝে শাড়ি বিতরণ এবং তজুমদ্দিন উপজেলার ১৮টি ভুমিহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল – নোমান, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ।