স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট।। ২৪ শে মার্চ বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে ভোলায় র্যালি ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকালে ভোলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক ও নাটাবের সহযোগিতায় এই র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে ভোলা সদর হাসপাতালের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি আবদুর রব হাই যুঘিরঘোল মোড় প্রদক্ষিন করে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা: মাজহারুল আমিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটাবের সহ-সভাপতি প্রধান শিক্ষক এম এ তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি আশরাফুল আলম, ভোলা নার্সিং ইউনিষ্টিটিউ এর চীফ ইনস্টাক্টর মো: আফজাল হোসেন, ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রমের ম্যানেজার মো: মোসলেম আলী। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ নার্স সুফিয়া বেগম, নাটাব সদস্য মাইনুল ইসলাম, শাহরিয়ার জিলন, দৈনিক আজকের ভোলার স্টাফ রিপোর্টার এম মইনুল এহসান প্রমুখ।
সিভিল সার্জনের কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সাহাদাত হোসেনের সঞ্চালনায় এসময় নাটাব, ব্র্যাক প্রতিনিধি সহ ভোলা নার্সিং ইউনিষ্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।