স্টাফ রিপোর্টার ॥ ভোলার উত্তরের অন্যতম নারী বিদ্যাপিঠ হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ টিপু সুলতান। গত বুধবার হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক সচিব এম মোকাম্মেল হক হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক হিসেবে মোঃ টিপু সুলতানকে নিয়োগ দেন। মোঃ টিপু সুলতান এর আগে সাবেক হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
ভোলা সদর উপজেলার স্বনামধন্য ও দৃষ্টিনন্দন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মোঃ টিপু সুলতানকে নিয়োগ দেওয়ায় শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠাতা এম মোকাম্মেল হককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
শিক্ষকগণ জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান বিগত কয়েক বছর স্কুল ও কলেজের দায়িত্ব পালনকালে স্কুল ও কলেজ শাখার সুনাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের ফলাফল অর্জনের সর্বোচ্চ সুনাম কুড়িয়েছেন। সদ্য পৃথকীকরণকৃত কবি মোজাম্মেল হক মহিলা কলেজের অবস্থান সুদৃঢ় করণের সর্বোচ্চ ভূমিকা পালন করেন প্রতিষ্ঠাতা মোকাম্মেল হকের পরামর্শ অনুযায়ী। একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে টিপু সুলতানের ভূমিকা প্রশংসনীয়। প্রধান শিক্ষক খুবই পরিশ্রমি, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের প্রতি অধিকতর যতœশীল হওয়াতে প্রতিষ্ঠানের মান বৃদ্ধিতে আরো ভূমিকা পালন করবেন। শিক্ষকগণ টিপু সুলতানের পাশে থেকে প্রতিষ্ঠানটির মানোন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
অত্র প্রতিষ্ঠানটি বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার সর্বোচ্চ বড় একটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনকারী হিসেবে ভোলার উত্তরের সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণও সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক টিপু সুলতানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান বলেন, আমাকে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠাতা সাবেক সচিব এম মোকাম্মেল হক স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমি এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি যাতে এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি সে জন্য সকলের সহযোগিতা নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।