স্বপ্নের ১৯২ কোটি টাকার নদী ভাঙ্গন রোধ প্রকল্প উদ্বোধনে মনপুরায় আসছেন দুই মন্ত্রীভোলার

0
500

আদিল হোসেন তপু/ভোলা নিউজ ২৪ ডটনেট॥ ভোলার মনপুরার দেড় লক্ষাধিক মানুষের বহুল প্রতীক্ষীত ১৯২ কোটি টাকার নদী ভাঙ্গন রোধ প্রকল্প উদ্বোধন করতে সোমবার ১১ টায় মনপুরায় আসছেন পানি সম্পদ প্রতি মন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতিক এম.পি ও পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি।

এদিকে দীর্ঘদিনের মনপুরার সাধারন মানুষের প্রাণের দাবী পূরন হওয়া দুই মন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে জানিয়েছেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক একেএম শাহজাহান মিয়া। গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দফায় দফায় বৈঠক করেছে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা।

মনপুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান, মেঘনার ভাঙ্গনে হাজার হাজার মানুষ ফসলি জমি, বাড়ি-ঘর হারিয়ে বেড়ীর ঢালে ও চরে মানবেতর জীবন যাপন করছে। মনপুরাকে নদী ভাঙ্গনের হাতকে রক্ষার জন্য উপমন্ত্রী জ্যাকবের আন্তরিক প্রচেষ্ঠায় একনেকে ১৯২ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। তাই মনপুরার সাধারন মানুষ উপমন্ত্রী জ্যাকবকে গণসংবর্ধনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

LEAVE A REPLY