সেই অসহায় প্রতিবন্ধী পরিবারকে ঘর উপহার দিলেন ইউএনও

0
55

দৌলতখান প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম॥দৌলতখানে মাথা গোঁজার ঠাইচান প্রতিবন্ধী জামাল এই শিরোনামে কয়েকটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিষয়টি ছড়িয়ে পরে।

এরপর বিষয়টি দৃষ্টিগোচর হয় জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের। রোববার সকালে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন ভোরের আলো উঠার সঙ্গে সঙ্গে সেই অসহায় প্রতিবন্ধী জামালের বাড়ীতে এসে প্রশাসনের উদ্দ্যোগে একটি ঘর নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে অসহায় প্রতিবন্ধী জামালের বাড়ীতে ঘর নির্মাণের যাবতীয় সরাঞ্জাম এসে পৌঁছেছে। তবে একটি ঘর উপহার পেয়ে আনন্দে আত্মহারা অসহায় প্রতিবন্ধী জামালসহ তার পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন জানান, সেই অসহায় প্রতিবন্ধী জামাল ও তার পরিবার জরাজীর্ণ একটি ঘরে তীব্র শীতের প্রকোপে স্ত্রী সন্তানসহ অনেক কষ্টে জীবন যাপন করছেন। বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পর প্রশাসনের উদ্যোগে তাকে একটি ঘর উপহার দেয়া হয়। এছাড়াও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্দ্যোগে দৌলতখানে ভুমিহীন ও গৃহহীন ৪২টি পরিবারকে ঘর উপহার দেয়া হয়। বর্তমানে এসব ঘর নির্মান কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী ১৫ জানুয়ারী সরকার প্রধান শেখ হাসিনা একযোগে সারাদেশে এসব ঘর উদ্বোধন করবেন

LEAVE A REPLY