ভোলা নিউজ ২৪ ডটকম :: সাগরে মাছের প্রজননের কারণে ৬৫দিনের জন্য সব ধরণের মাছ শিকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষে নিয়মিত অভিযান পরিচলনা ও জেলেদেরকে সচেতন করতে প্রচারনা চালিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
নিষেধাজ্ঞার পঞ্চম দিন আজ মঙ্গলবার সকাল থেকে ভোলা জেলার বিভিন্ন পয়েন্টে সচেতনাতা জন্য প্রচারনা করেন তারা। তাদের হাইস্প্রিড বোড নিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকার মেঘনা নদীর জেলেদের মাঝে প্রচারনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে: সুয়াইব বিকাশ, মিডিয়া কর্মকর্তা ও স্টাফ অফিসার গোয়েন্দা লে: কেএম শাফিউল কিঞ্জল প্রমূখ।
উল্লেখ্য, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য আহরণের জন্য প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।