
সেলিম রেজা,তজুমদ্দিন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ ডট কম।। পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্বাধীনতার পর ২১ বছরে স্বাধীনতাবিরোধীচক্র ক্ষমতায় এসে দেশকে ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে পুনর্গঠন করেন। মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হতে চলেছে।

ভোলা নিউজ২৪ডটকম
শুক্রবার তজুমদ্দিন ডাকবাংলো প্রাঙ্গণে মুজিব শতবর্ষ উপলক্ষে শম্ভুপুর ও চাঁদপুর ইউনিয়নের ১৫০ ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান এবং ৩ কোটি ২২ লাখ টাকা ব্যায়ে নব নির্মিত ডাকবাংলো উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন এসব কথা বলেন।

ভোলা নিউজ২৪ডটকম
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।