শেখ রাসেলের কথা বলতে গিয়ে কাঁদলেন তোফায়েল

0
298

মো: আফজাল হোসেন ।। ‘খুনিরা ছোট্ট রাসেলকে ক্ষমা করেনি। আর্তনাদ করেছিলেন, আমাকে মেরো না। আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও। কিন্তু তাতেও রক্ষা হয় নাই। তাকেও গুলি করে নির্মমভাবে হত্যা করেছে।’- কথাগুলো বলতে গিয়ে ভারি হয়ে ওঠে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কণ্ঠ। এক পর্যায় কাঁদলেন তিনি।

আজ শুক্রবার দুপুর ১২টায় ভোলা সদর উপজেলার ধনিয়া গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ আগস্ট উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রবীণ এ নেতা আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো খুনি মোশতাক, স্বৈরশাসক জিয়াউর রাহমান। পাকিস্তানের সেই পরাজিত শক্তি এবং একাত্তরের বিদেশি যেই পরাশক্তি আমাদেরকে সমর্থন করে নাই তাঁরা।’ মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো খুনি মোস্তাক,জিয়াউর রহমানসহ ৭১’র বিদেশী পড়াশক্তি যারা আমাদেরকে সমর্থন করে নায় তারা। মন্ত্রী আরো বলেন,এই খুনিরা ছোট্র রাসেলকে ক্ষমা করেনি। আর্তনাদ করেছিলো আমাকে মের না। আমাকে আমার মায়ের কাছে পাঠাও। তাকে কত নির্মম ভাবে হত্যা করেছে।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুন মাস্টার’র সভাপতিত্ত্বের স্মরনসভা অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন,সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,ইউপি চেয়ারম্যান মো: কবির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY