ভোলা নিউজ ২৪ ডটনেট : অন্য সব ব্যাটসম্যানরা যখন ব্যর্থ, ঠিক তখন লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুমিনুল। ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার ঘূর্ণি বোলার মহারাজের সফট ডিসমিস্যালের শিকার হয়ে সাজঘরের পথ ধরলেন তিনি।
১৫০ বলে ১২ চারে ৭৭ রানে ফিরলেন মুমিনুল। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ইনিংস। ২০০২ সালে ইস্ট লন্ডনে আল শাহরিয়ারের ৭১ ছিল আগের সর্বোচ্চ।
মুমিনুল ফেরার সময় বাংলাদেশের রান ৫ উইকেটে ২২৭।
এরআগে দক্ষিণ আফ্রিকার চাপিয়ে দেয়া রানের বোঝা খেলতে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছিল ৩ উইকেটে ১২৭ রান। শনিবার প্রথম সেশনে ৯১ রান যোগ করে ৪ উইকেট ২১৮ রান তুলে লাঞ্চে যায় বাংলাদেশ। লাঞ্চ থেকে ফিরে মুমিনুল আউট হন।