লালমোহন প্রতিনিধ ॥ লালমোহনে বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করণ ও ঢাকার মাহাসমাবেশ সফল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন বাংলাদেশ বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম লালমোহন উপজেলা শাখা।
মতবিনিময় সভায় কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সভাপতি সাইদুল হাসান সেলিম। বিশেষ অতিথি ছিলেন বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরামের জেলা সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ হুমায়ুন কবির কামালসহ জেলার বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রধানগন বক্তব্য রাখেন। ২১ সেপ্টেম্বর ঢাকায় বে-সরকারী স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের জাতীয় করনের দাবীতে সকলে একত্রিত হয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান করা ও দাবী আদায়ের লক্ষে মাননীয় প্রধান মন্ত্রীকে জাতীয় করনের স্বারক লিপি প্রদান করার প্রসঙ্গে আলোচনা করেন। সভা শেষে বাংলাদেশ বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম লালমোহন উপজেলা শাখার কমিঠি গঠন করা হয়। ধলীগৌরনগর কলেজের উপধক্ষ্য একে, এম সামসুদ্দিন মাষ্টারকে সভাপতি, চতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই কে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক দ্বীপ শিখা মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম হাওলাদার ও কলেজিয়েট বিদ্যালয়ের শিক্ষক মোজ্জাম্মেল হক মাষ্টারকে ক্যাশিয়ার করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, বালুরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ডাওরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতারা বেগম, হেলি প্যাড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিম চেীধুরি লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ মঞ্জু। বিভিন্ন স্কুলের মাদ্রাসার সহকারী শিক্ষক, আমিনুল ইসলাম, রাম কৃষ্ণ মজুমদার, আবদুর রাজ্জাক, সংকর মজুমদার, তপতি সরকার প্রমুখ।