ভোলা নিউজ ২৪ ডটনেট :বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না। প্রথম দিন থেকেই বিএনপির নেতাকর্মীরা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে আছে।’
আজ মঙ্গলবার কক্সবাজারে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া। কিন্তু আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দল, আমাদের দলের নেতারা প্রথম দিন থেকেই এখানে আছেন। তাঁরা ত্রাণের কাজ করে যাচ্ছেন। সরকারে থেকে সরকারি ত্রাণ ব্যবহার করছেন আমরা বিরোধী দলে থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। বিশ্বাস করি যত ত্রাণ দেওয়া হয়েছে বেশিরভাগ বিএনপিই দিয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশের মধ্যে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা মানবতার পাশে দাঁড়ানোর জন্য, আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলেছি। আমরা বিশ্বাস করি সরকার যদি সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সদস্যদের ঐক্যবদ্ধ প্রয়াস সৃষ্টি করতে পারত তাহলে সরকারেরই হাত শক্তিশালী হতো। রাষ্ট্রের হাত শক্তিশালী হতো। কিন্তু দুঃখজনক হলো তারা সেটা করেনি। তারা নাকচ করে দিচ্ছে। এ থেকেই প্রমাণিত হয় আসলে সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক নয়। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারা একে গণহত্যা বলেনি। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারা এখন পর্যন্ত মিয়ানমারকে যেসব দেশ সমর্থন দিচ্ছে তাদের কাছে দল বা টিম বা ডিপ্লোমেটিক যে টিম পাঠানো দরকার তা পাঠায়নি।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিনই একটি টিম আসছে যারা উখিয়াসহ দূরবর্তী এলাকায় ত্রাণ দিচ্ছে। আমাদের মেডিকেল টিম দুস্থদের চিকিৎসাসেবা দিচ্ছে।’