‘রোহিঙ্গা ইস্যুতে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠে এজন্য সতর্ক রয়েছে পুলিশ’

0
457

ভোলা নিউজ ২৪ ডটনেটঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)‘র অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এ আশ্রয়কে কেন্দ্র করে বর্তমানে জিমিয়ে থাকা জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এজন্য সতর্ক রয়েছে পুলিশ। এজন্য বিভিন্ন এজেন্সি মাঠে সক্রিয় রয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি‘র মিড়িয়া সেন্টারে দুই জঙ্গি গ্রেপ্তারের বিষয়ে অবহিত করার সময়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় খিলক্ষেত নিকুঞ্জ এলাকা থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা-নাঈম আহমেদ ওরফে আনাছ এবং আনোয়ার। এসময় তাদের হেফাজতে থাকা ৩০টি ডিটোনেটর ও  উগ্রবাদী মতাদর্শের কিছু বই উদ্ধার করা হয়েছে। মনিরুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃত দুইজন নব্য জেএমবির সক্রিয় সদস্য। ২০১৫ সালে বাশার উজ জামান ওরফে চকলেটের একটি বেসরকারী আইটি কোম্পানীতে একসঙ্গে কাজ করতেন তারা। সেখান থেকেই জঙ্গিবাদে জড়িয়ে পড়েন আনাছ ও আনোয়ার।

LEAVE A REPLY