যুব জলবায়ু নেটওয়ার্কের পরিচ্ছন্নতায় লিফলেট বিতরণ

0
271

ভোলা নিউজ ২৪ ডট নেট।। ভোলার চরফ্যাশন উপজেলা যুব জলবায়ু নেটওয়ার্ক ও লিটল সিটিজেন ফর ক্লাইমেটের পক্ষ থেকে ঈদুল আজহায় কোরবানিকৃত গবাদিপশুর উচ্ছিষ্টাংশ পরিবেশ সম্মতভাবে অপসারণের লক্ষ্যে ও ডেঙ্গু মুক্ত থাকার জন্য নাগরিক সমাজের কাছে লিফলেট বিতরণ করা হয়। ১১ আগস্ট শনিবার বিকেলে চরফ্যাশন পৌরসভার আবাসিক ও বাণিজ্যিক এলাকায় যুব জলবায়ু নেটওয়ার্ক ও লিটল সিটিজেন ফর ক্লাইমেটের সদস্যারা এ লিফলেট বিতরণ করেন। এসময় চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল বর্তমান প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, আমি গর্বিত আমার কলেজের ছাত্র ছাত্রিদের সেচ্ছাসেবী হিসেবে সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে প্রভাব নিরসনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাজ করার জন্য। বর্তমান সমাজের যুবকরা যেন রাস্তাঘাটে হেলায় সময় না কাটিয়ে তোমাদের মতো রাষ্ট্র ও সমাজের জন্য সেচ্ছাসেবী হিসেবে কাজ করে তাদের প্রতি আমার এ আহবান রইলো।লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ ও আজকের ভোলা’র প্রতিনিধি যুব জলবায়ু নেটওয়ার্কের সদস্য সোহেব চৌধুরী, সাইফুল ইসলাম রুবেল, সানজা চৌধুরী, মোঃ শাফা, লিটল সিটিজেন ফর ক্লাইমেট বাংলাদেশের এম্বাসেডর সানজিদুল ইসলাম, চরফ্যাশন সরকারি কলেজ আহবায়ক তরিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক গোলাম মাহমুদ, আরজু মনি, ইব্রাহিম ও নাঈম প্রমুখ।

LEAVE A REPLY