মেসার্স নাজ এন্টার প্রাইজে  পি.এইচ.পি এরাবিয়ান র্হস সুপার ঢেউ টিনের ডিলারশিপের উদ্বোধন

মেসার্স নাজ এন্টার প্রাইজে  পি.এইচ.পি এরাবিয়ান র্হস সুপার ঢেউ টিনের ডিলারশিপের উদ্বোধন

0
489

এম মইনুল এহসান : ভোলা কালিনাথ রায়য়ের বাজারের মেসার্স  নাজ এন্টার প্রাইজে   পি.এইচ.পি এরাবিয়ান র্হস সুপার ঢেউ টিনের ডিলারশিপের উদ্বোধন উপলক্ষে দোয়া , মিলাদ মাহফিল , ফিতা কেটে আনুষ্ঠানিক  শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার সন্ধায় ভোলা কালিনাথ রায়ের বাজারের বাইতুল মুয়াজ্জেম মাদরাসায় দোয়া দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর,বাইতুল মোয়াজ্জেম মাদরাসার মোহতামিম মাওলানা তাজউদ্দিন ফারুকী,জেলা ইমান আক্কীদা কমিটির সাধারন সম্পাদক মাওলানা নূরে আলম প্রমুখ।

মিলাদ শেষে নাজ এন্টারপ্রাইজে ফিতা কেটে অনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এসময়  আরো উপস্থিত ছিলেন বোলা সদও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, জেলাআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম , সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুর ইসলাম,  মেসার্স  নাজ এন্টার প্রাইজে প্রাপাইটর ও পৌর আওয়ামীলীগের সভাপতি  নাজিবুল্লাহ নাজু।

NO COMMENTS

LEAVE A REPLY