মুজিবর্ষ উপলক্ষে গ্রাহকদের মাঝে জনতা ব্যাংকের চারা বিতরণ

0
99

স্টাফ রিপোর্টার।। মুজিববর্ষ-২০২০ ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলায় জনতা ব্যাংকের গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ৩১ আগস্ট (সোমবার) জনতা ব্যাংক ভোলা প্রধান শাখার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে এই গাছের চারা বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক ভোলা শাখার ব্যাবস্থাপক মোঃ খান আল মাসুদ রানা, ভোলার এরিয়া প্রধান মোশাররফ হোসেন সহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মোঃ খান আল মাসুদ রানা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে গ্রাহকদের মাঝে ফলজ, বনজ, ঔষধু গাছের চারা বিতরণ কর্মসূচী গ্রহণ করে জনতা ব্যাংক। এই কর্মসূচি অনুযায়ী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে ভোলায় ১শত গ্রাহকের মাঝে এসব চারা বিতরণ করেছি। চারাগুলো যাতে যত্নসহকারে রোপন ও পরিচর্যা করা হয় সেজন্য গ্রাহকদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY