মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

0
396

ভোলা নিউজ ২৪ ডটনেট : মিয়ানমারে গণহত্যা বন্ধ ও সে দেশের সরকারের ওপর চাপ প্রয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে কয়েকটি ইসলামী দল ও সংগঠন।

আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ বেশ কয়েকটি সংগঠন।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন গণহত্যার প্রতিবাদে এ সময় মিয়ানমারের জাতীয় পতাকা পোড়ায় বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা।

বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক মহল এ গণহত্যা বিষয়ে শুধুমাত্র বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। জাতিসংঘ মুসলমানদের স্বার্থরক্ষা করবে না। এখন আর প্রতিবাদ নয়, মিয়ানমারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এ সময় পুরো এলাকাজুড়ে পর্যান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর দমনপীড়নের মুখে সীমান্ত পাড়ি দিয়ে এ পর্যন্ত চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, রাখাইন রাজ্যে সেনা অভিযানে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে।

LEAVE A REPLY