ভোলা নিউজ২৪ডটনেটঃচট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ উত্তর সোনা পাহাড় এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র্যাব। আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে ২ জঙ্গির লাশ।
ওই জঙ্গি আস্তানা থেকে পাওয়া গেছে ৫টি গ্রেনেড, ৩টি পিস্তল, ১টি একে টুটু রাইফেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম।
শুক্রবার সকাল থেকে সোনাপাহাড় মইনউদ্দিন চৌধুরী পেট্রোল পাম্পের সামনে মাজহারুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ম্যানশন নামক একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব-৭।
এসময় সেখানে গোলাগুলি ও বোমা বিষ্ফোরণের ঘটনাও ঘটে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে বাড়ির ভেতরে কাজ শুরু করে।
বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করার তথ্য জানান র্যাবের মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।