মাইকিং করে ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

0
325

ভোলা নিউজ ২৪ ডটনেট : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ ছয়জন আহত হয়েছেন।

আজ বুধবার ভোররাতে উপজেলার ধামগড় ইউনিয়নের বালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

ডাকাতের হামলায় আহতরা হলেন বাড়ির মালিক রফিক মুন্সি, উম্মে হাবিবা, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, দিদার হোসেন ও নজরুল ইসলাম।

কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ধামগড় ইউনিয়নের বালিগাঁও গ্রামে রফিক মুন্সির বাড়িতে ১২ থেকে ১৩ জন ডাকাতি করতে আসে। এ সময় রফিক মুন্সির দুই ছেলে ডাকাতদের আঘাত করে। এতে ডাকাতরা জখম হয় ও চিৎকার দেয়।

তখন আশপাশের লোকজন জানতে পেরে মাইকিং করেন। এরপর লোকজন এসে ডাকাত দলকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। দুজন ডাকাত ছাড়া সবাই পালিয়ে যায়।

গ্রামবাসী ওই দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। মুমূর্ষু অবস্থায় ওই দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY