মনপুরা ৫ দিন ব্যাপী জাতীয় স্বাস্থ্যসেবা সাপ্তাহ ২০১৯ উদ্ভোধন

0
370

আদিল হোসেন তপু॥ মনপুরা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৫ দিন ব্যাপী মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জাতীয় স্বাস্থ্যসেবা সাপ্তাহ ২০১৯ শুভ উদ্ভোধন করা হয়েছে। উদ্ভোধন শেষে স্বাস্থ্যকমপ্লেক্্র চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মাহমুদুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ,অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী হাওলাদার,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক একেএম শাহজাহান। “স্বাস্থ্য সেবার অধিকার শেখ হাসিনার অঙ্গিকার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাস্থ্য বিভাগ ৫ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। র‌্যালী,আলোচনাসভা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্যসেবা ছাত্র-ছাত্রীদের দৌড়গড়ায় পৌছিয়ে দেওয়া,সাধারন জনগনকে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টি,ডাক্তার এবং রোগীদের মধ্যে সুসম্পর্ক এবং সাধারন জনগনকে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য হাসপাতাল মুখী করাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। সভায় বক্তারা বলেন,ডাক্তার যেন তাদের সেবার মান আরো বাড়িয়ে দেয় তার জন্য আরো আন্তরিকতার সহিত কাজ করতে হবে। তাহলে অবহেলিত সাধারন মানুষ স্বাস্থ্যসেবার মান নিশ্চিত হবে।
এই সময় ডা. মোঃ শফিকুল ইসলাম,ডা.মশিউর রহমান,ডেন্টাল সার্জন ডা. সাব্বির আহম্মেদ,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিনসহ সকল নার্স,স্টাপ,সুশীল সমাজের নের্তৃবৃন্দ,সাংবাদিক,ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY