মনপুরা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ্য শতাধিক ঘর

0
163
Exif_JPEG_420

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর ও দোকানপাট  লন্ডবন্ড, খোলা আকাশের নিছে বসবাস করছেন তারা।

মনপুরা উপজেলা ২নং হাজির হাট ইউনিয়নে কয়কটি ওয়ার্ড হঠাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডবন্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ওয়ার্ডের মধ্যে ৬নং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাছাড়া ৪ ও ৫ নং ওয়ার্ডের বেশ কয়কটি বাড়ি ও ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায় ২নং হাজির হাট ইউনিয়ন ৬ ওয়ার্ড দাসের হাট এলাকায় বেশ কয়েকটি ঘর  ও দোকানপাট ঝড়ো বাতাসে উড়িয়ে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত জহির মাঝির ঘরেরঘুটিসহ  সব নিয়ে যায়। তসলিম মাঝির ঘর ভেঙে চুরমার ফেলে যায়। বাবুল মাঝি আবু তাহেরের দোকান ঘরের কিছুই নাই।

এছাড়াও ১ নং মনপুরা ইউনিয়নের  চর কলাতলি এবং কাজির চরের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকটি আবাসন প্রকল্পের ঘরও উড়িয়ে নিয়ে যায় বাতাসে। এতে করে আবাসন প্রকল্পের অনেক ক্ষয়ক্ষতির হয়েছে।

এই ব্যাপারে ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক বলেন। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের লিষ্ট করিতেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  জানান। চেয়ারম্যানগন লিষ্ট দিয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্য করবো।

১নং মনপুরা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিটু ভুঁইয়া জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের লিষ্ট আমরা করিতেছি।

LEAVE A REPLY