আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি গরু হাটে আগত লোকজনের মাঝে মাক্স বিতরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে গরু, ছাগল কেনা-বেচার ব্যাপারে সতর্কিকরণ প্রচার চালানো হয়েছে।
২৯ জুলাই (বুধবার) বিকেলে প্রতিদিনের মতো ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ ও ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে জেলা পুলিশের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সতর্কিকরণ প্রচারকালে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে করোনা দূর্যোগ মুহুর্তে সামাজিক দূরত্ব বজায় রেখে ও প্রত্যেকের মুখে মাক্স ব্যাবহার করে গরু হাটে কেনা বেচা করতে হবে।
তারা আরো বলেন, চলমান মহামাড়ি করোনা ভাইরাসকে আমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব ও সচেতনার মাধ্যমে মোকাবেলা করতে হবে। এ সময় তারা প্রতিটি হাট পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে মত বিনিময় করেন। অন্যদিক গরু ছাগল বিক্রির রশিদ ও জাল টাকা চিহ্নিত করণ মেশিন পর্যবেক্ষণ করেণ। পর্যবেক্ষণকালে ভোলা সদর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলামসহ জেলা পুলিশের সদস্যগন উপস্থিত ছিলেন।