ভোলা চরফ্যাশনে জেলা ও দায়রা জজ আদালত উদ্ধোধন করেন আইন মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক

0
834

এআর সোহেব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি।। এআর সোহেব চৌধুরী চরফ্যাশন ভোলা থেকে: বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো ভোলার চরফ্যাশন উপজেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের শুভ উদ্ধোধন করেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এম পি। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। (২০ জুন) বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে এ্যাডভোকেট আনিসুল হক জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে চরফ্যাশন ব্রোজগোপাল টাউন হলে এক সুধি সমাবেশে যোগ দেন। এসময় প্রধাণ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননিয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মানুষের কষ্ট বোঝেন,জননেত্রী শেখ হাসিনার এ অনুভূতির জন্যই আজ ভোলার চরফ্যাশনে জনসাধারনের চরফ্যাশন থেকে ভোলা দায়রা জজ আদালতের ৮০ কিঃমিঃ পথের দূরত্ব লাঘব হয়েছে। তিনি আরও বলেন,জননেত্রী শেখ হাসিনা টেকনাফ থেকে বাংলাদেশের সর্ব দক্ষিণ চরফ্যাশনের কুকুির-মুকরি পর্যন্ত মানুষের মুখে হাসি ফোটাতে চান।বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উচু করে দাড় করিয়েছেন। আমি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে বলেছিলাম চরফ্যাশনের জনসাধারণের জন্য একটি জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করে দিব আর তাই এ অঞ্চলের গড়িব দুখি ও মেহনতি মানুষের কথা বলার পর মাননিয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চরফ্যাশন ও মনপুরাবাসির জন্য একটি জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করে দিয়েছেন। যারা কুচক্রী যারা ষড়যন্ত্রকারী তারা পাকিস্থানীদের সাথে বির বাঙ্গালীর ৯মাস যুদ্ধের পর যখন দেখলো বাংলাদেশ একটি স্বাধিন দেশে রূপান্তরিত হয়েছে তখন তারা বাংলাদেশকে একটি তলাবিহিন ঝুড়ি বানানোর জন্য উঠেপড়ে লেগেছে তারা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের স্বাধিনতার সূর্যকে অস্তনমিত করেছে। এরপর ৯৬ সালে আমাদের মাননিয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষকে স্বাধিনভাবে বেঁেচ থাকার অধিকার ফিরিয়ে দেন। ভোলা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে বিষেশ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বাংলাদেশে এই সর্ব প্রথম উপজেলা পর্যায়ে জেলা ও দায়রা জজ আদালত স্থাপণ হলো ,আজকে এই আদালত স্থাপনের মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে চরফ্যাশরনের জনসাধারণের কাছে প্রমান হয়ে গিয়েছে বঙ্গবন্ধুর আদর্শিত কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি মানুষের সাথে কোনো ওয়াদা করেন সেই ওয়াদা তিনি বাস্তবায়ন করেন। তিনি চরফ্যাশনের মেহনতি মানুষকে ভালোবেসে এ অঞ্চলের দূর্গম চরবাসির মামলা মোকদ্দমায় বিচারের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এ বৃহৎ উপজেলার সাড়ে ৬ লাখ মানুষকে তিনি এ আদালত স্থাপন করে দিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক সচিব আইন ও বিচার বিভাগ, স্বাগত বক্তব্য রাখেন ফেরদৌস আহমেদ সিনিয়র বিচারপতি জেলা ও দায়রা জজ আদালত ভোলা, চরফ্যাশন জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি নুর ইসলামের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সৈয়দ মাসফিকুল ইসলাম সিনিয়র সহকারি সচিব আইন ও বিচার বিভাগ, ইফতেখার বিন আজিজ উপ সচিব আইন ও বিচার বিভাগ, বিকাস কুমার সাহা যুগ্ন সচিব আইন ও বিচার বিভাগ, গোলাম সরওয়ার যুগ্ন সচিব আইন ওবিচার বিভাগ, শেখ হুমায়ুন কবির উপ সচিব আইন ও বিচার বিভাগ, মোল্লা সাইফুল আলম সিদ্দিক সিনিয়র সহকারি সচিব আইন ও বিচার বিভাগ, নুরুল আলম সিদ্দিক সিনিয়র সহকারি সচিব আইন ও বিচার বিভাগ, জেসমিন আরা বেগম সলিসিটর আইন ,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ড. মোঃ রেজাউল করিম জনসোংযোগ কর্মকর্তা আইন ওবিচার বিভাগ।

LEAVE A REPLY