ভোলা আলিনগরে বিষপানে এসএসসি পাশ ছাএের আত্নহত্যা

0
1375

ইমতিয়াজুর রহমান /ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নে মোবাইল কিনে না দেওয়ায় এক এসএসসি পাশ করা ছাএ আত্নহত্যা করেছে বলে জানা যায়। ১৬ মে বুধবার বিকালে এই ঘটনা ঘটে।

স্থানী সূএে জানা যায় ; সদর উপজেলার আলিনগর ইউনিয়নের  ৯নং ওয়ার্ডের আবু ছাঈদ মিয়া’র ছেলে সদ্য এসএসসি পাশ নাইমুর রহমান হৃদয় (১৭) রেজাল্ট পাওয়ার পর মোবাইল কিনার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছে। ঐ টাকা না দেওয়ায় বুধবার বিকালে নাইমুর বিষপান করে পরে স্থাণীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।

উল্লেখ্য, নাইমুর রহমান হৃদয় এবার এসএসসি পাশ করে এবং তার রেজাল্ট  ছিলো জিপিএ ৪:৮৭।

LEAVE A REPLY