ভোলায় ১৬৪ পিস বিয়ারসহ ব্যবসায়ী আটক

0
1102

অমি আহামেদ,ভোলা নিউজ ২৪ ডটনেটঃ  ভোলা সদর রোড বরিশাল দালান সংলগ্ন কোয়ালিটি ফাস্টফুড থেকে ১৬৪ পিস বিয়ারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।

ছবিঃ অমি আহামেদ

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই তারিকুল ইসলাম সিভিলে যেয়ে প্রথমে ১টি বিয়ারের ক্যান কিনে আনে ।পরের দিন ৫ টি ক্যান এর অর্ডার দেয় । দোকানের মালিকমালিক পারভেজ গোডাউন থেকে বিয়ারের ক্যান আনতে গেলে তাকে সেইখান থেকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মীর সাফিন ভোলা নিউজ ২৪ ডট নেট কে জানায়, সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মীর সাফিন ও ডিবি ওসি মোঃ ফারুক,এস আই তারেকুল ইসলামের  নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ভোলা সদর রোডের বরিশাল দালান সংলগ্ন কোয়ালিটি ফাস্টফুড থেকে ১৬৪ পিস বিয়ার ও ফাস্টফুড মালিক পারভেজ (২৬) কে আটক করা হয়। আটককৃত পারভেজ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানাগেছে।

 

 

LEAVE A REPLY