ভোলায় সৌরশক্তি চালিত পানি সাশ্রয়ী ড্রিপ সেচ পদ্ধতিতে ফসল উৎপাদন এর উপর মাঠ দিবস

0
8

ভোলা নিউজ২৪ডটকম ।। ভোলায় কৃষকের মাঠে স্থাপিত “ সৌরশক্তি চালিত ড্রিপ সেচ পদ্ধতিতে ফসল উৎপাদন ” শীর্ষক প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুন) সকালে ভোলা সরেজমিন গবেষণা বিভাগ (বিএআরআই) এর সহযোগীতায় Smallholder Agricultural Competitiveness Project (SACP) এর অর্থায়নে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

গাজীপুর সেচ এবং পানি ব্যবস্থাপনা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (বিএআরআই) ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ( বিএআরআই) মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফি উদ্দীন।

ভোলা সরেজমিন গবেষণা বিভাগ বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান অনিকের সঞ্চালনায় মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের জয়দেবপুর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ (বিএআরআই) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলীপ কুমার রায়, ভোলা সগরি (বিএআরআই) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান, চরফ্যাশন উপজেলার কৃষি অফিসার মোঃ হাসনাইনসহ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা সেচ কার্যে নবায়নযোগ্য সৌরশক্তি এবং পানি সাশ্রয়ী ড্রিপ সেচ পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকের মাঠ পরিদর্শন করেন ও কৃষক-কৃষানীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এবং ড্রিপ সেচ পদ্ধতি এবং সৌরশক্তিচালিত সোলার পাম্প এর বিভিন্ন কারিগরী বিষয় সম্মন্ধে উপস্থিত কৃষক-কৃষানীদের অবহিত করেন। সেচ কাজে সৌরশক্তির ব্যবহার ছাড়াও অন্যান্য গৃহস্থলী কাজ এ সৌরশক্তির (সোলার প্যানেল) এর ব্যবহারের উপরও আলোকপাত করা হয়। কৃষক-কৃষানীরা মাঠ দিবসে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন তারা সেচ কাজে সৌরশক্তি চালিত সেচ পাম্প ব্যবহার এর উপর সন্তোষ প্রকাশ করেন। প্রকল্পের সুবিধাভোগী কৃষক ছাড়াও মাঠ দিবসে উপস্থিত অন্যান্য কৃষক-কৃষানী এ প্রযুক্তি ব্যবহারের উপর আগ্রহ প্রকাশ করেন। এসময় ৫০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY