স্টাফ রির্পোটার,ভোলা নিউজ২৪ডটকম।।ভোলা সদর রোডের ঘোষপট্টিতে বিএসটিআইর অনুমোদনবিহীন ছানা রাখার দায়ে খাটি দধি ঘোষ ভান্ডার কে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ছানা রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর বিশেষ অভিযান এই জরিমানা করা হয়।
স্থানীয় গরু দুধ ব্যাবসায়ীদের অভিযোগ অসাধু এসব ব্যবসায়ী দের জন্য তাদের দুধ বিক্রি হয় না।তারা আরো অভিযোগ করে বলেন এসব শুকুরের দুধের ছানা পরিক্ষা করলে বের হবে।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার বলেন , ঘটনা স্থলে প্রায় ২০০ কেজি ছানা পাওয়া যায় সেই ছানার প্যাকেটের গায়ে বিএসটিআইর অনুমোদন পাওযা যায় নাই।
তিনি আরো বলেন যশোরের ছানা ব্যাবসায়ীকে ফোন করলে তিনি জানান এগুলো শুকুরের দুধের ছানা নয় কিন্তু এগুলো বিভিন্ন পাউডার দুুুধ ছ্যাকারিং ও ময়দা দিয়ে তৈরি করি।এব্যাপরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান ২০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহদী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান, জেলা ভুমি কর্মকর্তা আবি আব্দুল্যাহ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, সাংবাদিক সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।