গোপাল চন্দ্র দে/ভোলা নিউজ ২৪ ডট নেট : বৃটিশ রেডক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট এর ভালনারিবিলিটি টু রেজিলিয়ন্স (ভিটুআর) প্রকল্পের আয়োজনে আজ ৯ জুলাই (সোমবার) জেলা পরিষদ হলরুমে আরসিওয়াইদের নিয়ে দিন ব্যাপী আবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন,ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য আলহাজ্ব ফেরদৗস আহমেদ,ভিটুআর প্রকল্পের বরগুনা,পটুয়াখালী,ভোলার কোঅর্ডিটের রঞ্জন কান্তি পন্ডিত সহ আরসিওয়াই বৃন্দ।
এই প্রকল্পের মাধ্যমে ভোলার ১০ টি কমিউনিটিতে আগামী ৩ মাসের জন্য দুর্যোগ সচেতনতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে রেড ক্রিসেন্ট ভোলা ইউনিট জানায়।