ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে ধারাবাহিক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসাবে ডিস্ট্রিক লেসন লার্নট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত বাল্যবিবাহ রোধমূলক কর্মসূচি (আইইসিএম) প্রকল্প এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহামুদুর রহমানের সভাপত্বিতে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিসেফ বাংলাদেশ এর চিফ অফ ফিল্ড সার্ভিসেস সায়রোজ মাওজি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, ইউনিসেফের বরিশাল বিভাগের চিফ ফিল্ড অফিসার ইমানুয়েল গাই মাবর, ইউনিসেফ এর ওয়াশ (ওয়াটার এন্ড স্যানিটেশন) কর্মকর্তা মো ফোরকান আহমেদসহ আরও অনেকে।